বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর দুই যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সমপ্রচার) তাশিক আহমেদ, লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক এরফানুল হক নাহিদ, বদিউল আলম খোকন, কামরুল হাসান দর্পন। সংগঠনের সাধারণ সম্পাদক রশীদ নিউটন ও ভাবনা আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা রোজিনা, শিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভীন, চিত্রনায়িকা রোমানা ইসলাম মুক্তি প্রমুখ।
বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য চট্টগ্রামের কৃতী সন্তান অপরূপ টিভি’র চেয়ারম্যান জিন্নাত আলীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।