বাবা যখন থাকবে না আর
বুঝবে তখন বুঝবে,
রোদ পড়লে ছায়া তখন
খুঁজবে কেবল খুঁজবে!
যারা তোমার আশে– পাশে
সবাই কাছের হয়?
একই সাথে হাসে– কাঁদে
সবাই আপন নয়।
বুকের ভেতর থেকে তারা
পাড়বে সাপের ডিম,
ডিমের ছানা বিষ ছড়াবে
করবে তোমায় হিম।
বাবার কথা স্মরণ করো
বাবার কথা মানো,
বাবার কাছে যুদ্ধ জয়ের
মন্ত্রপাঠটা জানো।
এক জীবনে একবার আসে
বাবা নামের ছাতা,
হাঁড় কাঁপানো শীতের রাতে
দেবে গরম কাঁথা।