বাবা তুমি কি জানো
পৃথিবী দিন দিন সুন্দর হয়ে উঠছে!
তুমি কি জানো? পাহাড়ের বিশালতা,
আকাশের নীল গভীরতা আরও গভীর হচ্ছে!
পাতাল ফুঁড়ে বের হচ্ছে কতো সম্পদ আর ঐশ্বর্যের স্তুপ!
ফুলেরা এখনো দোলে
গাছেরা পরস্পরকে আলিঙ্গন করে
পাখিদের কূজনে সঙ্গমে চারিদিকে মাতাল
ঝিরিঝিরি হাওয়া বুলিয়ে দেয় আদরের পরশ!
দেশটা তো দিয়ে চলে গেলে…
মুক্ত দেশের মুক্তির আস্বাদন না করেই,
তুমি কি জানো?
প্রকৃতি বৈরী না হলেও মানুষ কতোটা বৈরী এখন!
নষ্টামিতে ভরে গেছে তোমার মুক্ত করা দেশ
পঁচে গেছে মানুষের হৃদপিণ্ড
মানুষের দুর্গন্ধে নর্দমার কীটেরাও আজ আতংকিত!
ভালোই হলো, এই মুক্ত দেশের আবদ্ধ আবরণে
পঙ্কিলে ভরা পৃথিবীর ছোঁয়া তুমি পাওনি…
বাবা, ওপারের শান্তি তুমি বুক ভরে নাও,
প্রকৃত স্বাধীনতা যে ওপারেই।।