বাবা হলো বটবৃক্ষ

সোমা মুৎসুদ্দী | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

বাবা হলো বটবৃক্ষ বাবা হলো ছায়া

বাবা হলো পরম বন্ধু বাবা হলো মায়া।

প্রথম যেদিন স্কুলে যাই বাবার হাতটি ধরে

সেদিনের সেই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে

ব্যাগটি কাঁধে হাতটি ধরে রাস্তা হতো পার

বাবার মূল্য তারাই বোঝে নেইকো বাবা যার।

আমার পাশে থাকতো বসে স্কুলের সেই রুমে

ভয় পেলে এই ছোট্ট কপাল ভরিয়ে দিতো চুমে।

রং পেন্সিল বইখাতা আর জামা আমায় দিতো

বুকের মাঝে খুব আদরে জড়িয়ে আমায় নিতো।

অভিমানে চোখের কোনে আসলে আমার জল

বলতো বাবা কে বকেছে আমায় খুলে বল।

বাবা এখন অনেক দূরে রাত আকাশে তারা

জানি সবার বাবা আছে,আমিই বাবা হারা।

পূর্ববর্তী নিবন্ধবুলবুলি
পরবর্তী নিবন্ধবাবার আসন