বাবা-মামার পর চলে গেল কলেজ ছাত্রী সোনিয়াও

পেকুয়ায় সড়ক দুর্ঘটনা

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:০৫ পূর্বাহ্ণ

মগনামা-পেকুয়া সড়কের নন্দির পাড়া স্টেশনে গত সোমবারের সড়ক দুর্ঘটনায় এবার মারা গেল কুতুবদিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আফসানা আলম সোনিয়া (১৯)। গত সোমবার দিবাগত রাত ১টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওই দুর্ঘটনায় তার মামা কাস্টমস অফিসার আমিনুল কবির ও বাবা আক্কাস উদ্দিন মারা গিয়েছিলেন। এছাড়া ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল সিএনজি টেক্সি চালক মগনাম ইউনিয়নের মগঘোনা এলাকার খলিল আহমদের ছেলে মো. আবু তালেবের (৩০)।
গত সোমবার বিকেলে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা চট্টগ্রাম কাস্টসমের জুনিয়র অফিসার আমিনুল কবির বাবার চেহলাম শেষে ভগ্নিপতি একই এলাকার ছৈয়দ আলমের ছেলে আক্কাস উদ্দিন ও ভাগিনি আফসানা আলম সোনিয়াকে নিয়ে শহরে ফিরছিলেন। এর মধ্যে মগনামা-পেকুয়া সড়কের নন্দির পাড়া স্টেশন এলাকায় বালুবাহী ডাম্পারের সাথে তাদের সিএনজি টেক্সির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তাৎক্ষণিক মারা যান সোনিয়ার মামা আমিনুল কবির (৩০) এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান সোনিয়ার বাবা আক্কাস উদ্দিন (৪০)। এছাড়া তাদের বহনকারী টেক্সি চালক আবু তালেবও মারা যান। নিহতদের স্বজন এডভোকেট এস এম সাইফুল্লাহ খালেদ জানান, নিহত ৩ স্বজনের জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধমীর হেলাল কারাগারে
পরবর্তী নিবন্ধকাউন্সিলর পদ হারালেন হাজী সেলিম পুত্র