‘বাবা মানে বটবৃক্ষ’

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

বাবাকে নিয়ে বিশ্ব বাবা দিবস২০২৩ উপলক্ষে আবৃত্তি সংগঠন গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারী হলে ‘বাবা মানে বটবৃক্ষ’ শিরোনামে আবৃত্তি ও কথামালা অনুষ্ঠান আয়োজন সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কথামালা পর্বের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইসমাইল খান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু। প্রধান আলোচক ছিলেন কবি ওমর কায়সার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, সাইফুল আলম বাবু, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, মো. নাসির উদ্দিন। শুভেচ্ছা রাখেন কাজী সবুজ, সেলিনা মোরশেদ, রেশমা আক্তার টুম্পা ও কবি আব্দুল কাদের আরাফাত। সঞ্চালনা করেন নাছির আহমেদ ও মৌসুমী পান্না। আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন মাসুম আজিজুল বাসার, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, মছরুর হোসেন, সৈয়দা সাজিদা স্নিগ্ধা, মো. নুরুজ্জামান, বনকুসুম বড়ুয়া, মুজাহিদুল ইসলাম, জাভেদ হোসেন, স্বর্ণলতা ঘোষ, আলী প্রয়াস, সুপ্রিয়া চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মেহেদী হাসান আকাশ, বর্ষা চৌধুরী, অথই রহমান, তাসলিম হাসান। স্বদেশের পক্ষে একক ও দলীয় পরিবেশনা করবে, অর্থি, সারা, জেবা, তাহা, নিয়ন্তা, নাফি, সামাইরা, অদ্রীকা, জয়া, পুষ্প, রেশমা, মৌসুমী, সেলিনা, সবুজ, আরাফাত ও সেলিম ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রুতিঅঙ্গনের নজরুল জয়ন্তী ২২ জুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের বর্ষামঙ্গল নাট্য সম্ভার শুরু