লোহাগাড়ার আমিরাবাদে বানের পানিতে তলিয়ে গিয়ে জুনায়েদুল ইসলাম জারিফ (২২) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে ইউনিয়নের জনকল্যাণ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। জারিফ ওই এলাকার জুলফিকার আলী ভুট্টোর পুত্র ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্সের প্রথম বর্ষের ছাত্র। এছাড়া তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত ২টার দিকে বন্যার পানি বেড়ে যাওয়ায় মা–বাবাকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাবার জন্য বের হয় জারিফ। পথিমধ্যে বানের পানির স্রোতে তলিয়ে যায় সে। খবর পেয়ে স্থানীয়রা নিখোঁজের পর থেকে তাকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে সন্ধান চালায়। এক পর্যায়ে মঙ্গলবার বেলা ৩টার দিকে বিলের পাশে একটি গাছের শিকড়ের সঙ্গে আটকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের প্রতিবেশী সাজ্জাদ হোসেন জানান, জারিফ এলাকায় যেকোনো কাজে মানুষের সহযোগিতা করার চেষ্টা করত। যে কোনো দুর্যোগে মানুষকে সতর্ক করার জন্য কাজ করত। এছাড়া বন্যা নিয়েও মানুষকে সতর্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও নিজের বাড়ির আশপাশের মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেদের বসতঘরসহ পুরো এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র জারিফের মরদেহ উদ্ধার করে প্রথমে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে রাখা হয়। পরে নামাজে জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।