বাবা তুমি

মোঃ আসিফ ইকবাল | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বাবা তুমি জেগে ওঠো

একবার আমাদের জন্য

বাবা তুমি ফিরে এসো

আমাদের হাসির জন্য।

বাবা তুমি উঠে দাঁড়াও

আমাদের ছায়ার জন্য

বাবা তুমি কথা বল

আমাদের মায়ার জন্য।

বাবা তুমি আদর দাও

আমাদের বাঁচার জন্য।

বাবা তুমি চোখ মেলো

আমাদের নিশ্বাসের জন্য

বাবা তুমি ফিরে তাকাও

আমাদের পৃথিবীর জন্য।

বাবা তুমি উঠে দাঁড়াও

আমাদের ভালোবাসার জন্য

বাবা তুমি জেগে উঠো

আমাদের বটবৃক্ষের জন্য।

বাবা তুমি স্নেহ দাও

আমাদের শক্তির জন্য

বাবা তুমি আদেশ দাও

আমাদের সাহসের জন্য।

বাবা তুমি হাত বাড়াও

আমাদের প্রাণের জন্য

বাবা তুমি আলো হও

আমাদের বাতিঘরের জন্য।

বাবা তুমি মসজিদে যাও

আমাদের কল্যাণের জন্য

বাবা তুমি জেগে ওঠো

তোমার সন্তানদের জন্য।

পূর্ববর্তী নিবন্ধহাজী চান্দমিয়া সড়কের বেহাল দশা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলা ৩১৫ বি৪-এর জেলা গভর্নরের থিম ‘একতাতে সমৃদ্ধি’ : একটি সময়পোযোগী উদ্যোগ