‘বাবা আসবেন’

| সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

যুদ্ধ পরবর্তী স্বাধীন দেশের মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থেকে উদ্ধার করা একটি মেয়ের পরিণতির গল্প ‘বাবা আসবেন’। আশা নামের মেয়েটি মূলত সে সময়ের নির্যাতিত সকল নারীর প্রতীক। যে একটি আশ্রমে বসে স্মরণ করার চেষ্টা করে তার অতীত। এই আশ্রমের নেত্রী মায়ের মমতা দিয়ে পাকিস্তানি ক্যাম্প থেকে উদ্ধার করা সকল মেয়েদের পাশে দাঁড়ান। এ আশ্রমে আশার মতো আরো অনেক মেয়েই আছে। মুক্তিযোদ্ধা ইউসুফ আশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর এই আশ্রম ঠিকানা হয় আশার। ধীরে ধীরে আশার সমস্ত অতীত মনে পড়তে থাকে। তার পরিবার, বাবা-মা, ভাই-বোন সবার কথা।
তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠানো হয়। আশা পথ চেয়ে থাকে তার বাবার জন্য। যুদ্ধ পরবর্তী স্বাধীন দেশে আশার পরিবার, সমাজ আশাদের কীভাবে গ্রহণ করবে? আশার বাবা কি পারবে নিজের মেয়েকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বাবা আসবেন’। আনিসুল হক রচিত নাটকটি পরিচালনা করেছেন হাবীব শাকিল। এতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, অরুণা বিশ্বাস, এটিএম রাসেল, ফখরুল বাশার মাসুম, এলিনা শাম্মী, জয়ী প্রমুখ। আগামী ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।

পূর্ববর্তী নিবন্ধতৌকীরের সিনেমায় পরীমনি, মম
পরবর্তী নিবন্ধসবুজ সংকেত পূজার