বাবার স্মৃতি

গৌতম কানুনগো | মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:১১ পূর্বাহ্ণ

নীল আকাশের বুকটি চিরে

চাঁদ করে ঝিকমিক

সবুজ ঘাসের ডগায় পড়ে

শিশির করে চিকচিক।

শান্ত দিঘির জলে দেখি

উথলে ওঠে ঢেউ

বাবা আমার কোথায় গেছে

বলেনি তো কেউ।

ছোট্ট বেলায় দুহাত ভরে

খাবার তুমি দিতে

ঘুমের ঘোরে থাকলে শুয়ে

আমায় কোলে নিতে।

এসব কথা চিন্তায় এলে

দুচোখ জলে ভাসে

চিরকালই বাবা আছে

ছায়া হয়ে পাশে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদোত্তীর্ণ ওষুধ সেবনে ঝুঁকি, সতর্কতা জরুরি
পরবর্তী নিবন্ধবাবার আর্তনাদ