বাবা বকাঝকা করায় ঘরের পাশে ফাঁসিতে ঝুলে রিয়াদ (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করে বলে জানা গেছে। গত বুধবার দিনগত রাত ৩টার দিকে পতেঙ্গা থানার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াদ নাজিরপাড়া এলাকার বদি মাস্টার বাড়ির মো. ওসমানের পুত্র। পরে তার পরিবার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি আজাদীকে বলেন, ঘটনার পর মরদেহ উদ্ধার করে তার পরিবার হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত বলে জানান। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। বাবার বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।