বাবার পিস্তলে ছেলের আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩ এপ্রিল, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

১৮ বছরের টগবগে কিশোর মুশফিকুল হাসান মাহিন। সম্প্রতি সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার পিতা খুলশী থানার এসআই মমিন উদ্দীন। গতকাল দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ না নেওয়ায় পিতা বকা দেওয়ায় পরিবারের সদস্যদের অগোচরে, পিতার সরকারি পিস্তল নিয়ে নিজের বুকে গুলি চালায়। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। শুক্রবার (২ এপ্রিল) জুমার নামাজের পর এভাবেই আত্মহননের পথ বেছে নেয় মাহিন নামের এ কিশোর। এসআই মমিনের গ্রামের বাড়ি নোয়াখালী হলেও তারা আকবর শাহ থানার মিরপুর আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারের সদস্যদের আর্তনাদ, পড়ালেখা ও চলাফেরা নিয়ে তার পুলিশ পিতা মাঝে মধ্যে বকাঝকা করতেন। সেই বকাঝকার জের ধরে অভিমানে নিজের জীবনের এমন পরিসমাপ্তি ঘটাবে ছেলে, তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বকর সিদ্দিক আজাদীকে বলেন, বিকেল ৪ টার দিকে মাহিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বুকের ওপর ডানপাশে মাহিন গুলিবিদ্ধ হয়েছে। প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি, সে তার বাবার সরকারি পিস্তল দিয়ে নিজেই নিজের বুকে গুলি করেছে। এটি হত্যাকাণ্ড নয়। পিস্তল লোড অবস্থায় ছিল। সেটা বুকে চালিয়ে দিয়েছে। মাহিনের আরও এক ভাই, এক বোন আছে বলে জানিয়েছেন এডিসি আবু বকর সিদ্দিক।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী) আরিফুল হোসাইন আজাদীকে বলেন, সদ্য এইচএসসি পাস করা মাহিনকে তার পিতা চলাফেরা নিয়ে নামাজের আগে বকা দেন। সে অভিমান করে রুমের দরজা বন্ধ করে পিতার সরকারি পিস্তল দিয়ে নিজ বুকে একটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরও প্রতিবেশিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে। তিনি আরও বলেন, এখন সরকারি অস্ত্র দিয়ে একজনের মৃত্যু হওয়ায় এসআই মমিনের বিরুদ্ধে সিনিয়র স্যাররা সিদ্ধান্ত দেবেন। এ সংক্রান্ত একটি তদন্ত কমিটি হবে। ইতোমধ্যে আমরা গুলির খোসা, রক্তমাখা বেড বালিশ অস্ত্র জব্দ করেছি।
আকবর শাহ থানার ওসি জহির উদ্দীন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ ঘটনার কারণ ও ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে বাবা জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের ডান বুকে গুলি করে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধবালি আর্কেডের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু