বাবার জ্ঞান ফেরার অপেক্ষায় ঋদ্ধি

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

মাত্র ১০ দিন আগে ঠাকুরদা সুরেশ চন্দ্রকে হারিয়েছে ঋদ্ধি। চাচারা ঠাকুরদার শ্রাদ্ধের আগের দিন ফিরেছেন লাশ হয়ে। ঘাতক পিকআপের ধাক্কায় আহত বাবা হাসপাতালের বিছানায় জ্ঞানহীন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে বাবার জ্ঞান ফেরার অপেক্ষায় ৫ বছরের অন্তিক শর্মা ঋদ্ধি।
গতকাল চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋদ্ধির বাবা রক্তিম শর্মা। হাসপাতালে চিকিৎসাধীন বাবার পাশে অপলক নয়নে তাকিয়ে আছে ছোট্ট শিশুটি। কান্নাজনিত কন্ঠে ঋদ্ধি বলছিল, বাবা ব্যথা পেয়েছে। এখন ঘুমাচ্ছে। আমাকে চকলেট কিনে দিবে। বাবা ঘুম থেকে উঠলে চকলেট কিনতে যাব। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঋদ্ধির বাবা রক্তিম আর চাচা শরণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কাকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি দেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চমেকের দায়িত্বরত চিকিৎসক মাসুদ কবির বলেন, কঙবাজারে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে এক ভাইকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়। তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে মারা গেছেন। মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল রোগীর।
ঋদ্ধির বাবা রক্তিম শর্মা পেশায় একজন ব্যবসায়ী। তিনি ডুলহাজারা এলাকার প্রাণ আরএফএলের ডিলার। পরিবারের অন্য ভাইদের চেয়ে আর্থিকভাবে স্বচ্ছল রক্তিম মাথায় আঘাত পেয়েছেন। পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধসড়কে কেন এত দুর্ঘটনা, কান্না
পরবর্তী নিবন্ধসিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টে