প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদকে নিয়ে বায়োপিক নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা। যেখানে থাকবে বুলবুল আহমেদের জীবনের গল্প, যে গল্পের পরতে পরতে উঠে আসবে বাংলা নাটক–সিনেমার নানা অধ্যায়ের ইতিহাস। খবর বিডিনিউজের।
তবে তাড়াহুড়ো করে নয়, চিত্রনাট্য তৈরি করা থেকে শিল্পী নির্বাচনের কাজসহ বায়োপিকের খুঁটিনাটি সবকিছু ঐন্দ্রিলা করতে চান সময় নিয়ে। সুদর্শন নায়ক হিসেবে এবং অভিনয় গুণেও দেশের যে কয়জন অভিনেতা সত্তর–আশির দশকে দর্শকের মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম বুলবুল আহমেদ। উনার জীবনী নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে আমার আছে। যেহেতু বাবাকে নিয়ে আমি এর আগে তথ্যচিত্র নির্মাণ করেছি, গবেষণা করেছি, গানের অনুষ্ঠান করেছি। উনার প্রযোজনা প্রতিষ্ঠান নতুন করে শুরু করেছি।
সেই জায়গা থেকে নতুন করে বাবার জিনিসপত্র দিয়ে একটি আর্কাইভ তৈরি করা এবং আমি যেহেতু ফিল্ম নিয়ে পড়াশোনা করেছি তাই একটা স্বপ্ন আছে উনাকে নিয়ে ফিল্ম তৈরি করার। সেই সিনেমা নির্মিত হবে উনার জীবনের গল্পে, চলচ্চিত্রের গল্পে। তার শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু তুলে ধরা যায় সবই উঠে আসবে সিনেমায়।
বায়োপিকের কাজ কবে শুরু হচ্ছে জানতে চাইলে ঐন্দ্রিলা বলেন, এখনো চলচ্চিত্রের কোনো কাজই শুরু হয়নি, পাণ্ডুলিপি বা চিত্রনাট্যের কাজ শিগগিরই শুরু হবে। বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা নিজেও অভিনেত্রী। পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা ও গানও করেন।