দাদী, নানীর কমলা লেবু, কুল
মায়ের জন্য বেলি, চাঁপা ফুল।
বাচ্চারা পেতো চকলেট রোজ
দুঃখী মানুষেরও নিতে খোঁজ।
সবাই পেতো তোমার উপহার
করতে তুমি মানব উপকার।
তোমার পিঠে ঘোড়ায় চড়া ক্ষণ
ফিরে পেতে চাইছে আমার মন।
সন্ধ্যে হলে ঘরে ফেরার তাড়া
হুল্লোরে ভাব থমকে থাকা পাড়া।
তুমি ছিলে মাথার ওপর ছায়া
তোমার জন্য হৃদয় ভরা মায়া।
হয়ে গেছো দূর আকাশের তারা
ভাল্লাগেনা কিছু তোমায় ছাড়া।












