ভারতীয় বাংলা সিনেমা ‘সাথী’ দিয়ে ক্যারিয়ার শুরুতে দারুণ সাফল্য পান অভিনেতা জিৎ। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে প্রিয়াঙ্কা ত্রিবেদীও দর্শকদের মন জয় করে নেন। খবর বাংলানিউজের।
তবে ব্লকবাস্টার সিনেমাটিতে প্রথমে প্রিয়াঙ্কার জায়গায় অভিনয় করার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের! কিন্তু তার বাবা রঞ্জিত মল্লিক না চাওয়ায় এতে কাজ করতে পারেননি তিনি। ২০০২ সালে মুক্তি পাওয়া ‘সাথী’র পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। গত মঙ্গলবার রঞ্জিত মল্লিকের জন্মদিনে পুরো বিষয়টি খোলাসা করেছেন তারই দীর্ঘদিনের এই বন্ধু।
হরনাথ চক্রবর্তী পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে বলেন, ‘সাথী’র জন্য আমি প্রথম কোয়েলকে চেয়েছিলাম। তখনও সাইকোলজি নিয়ে তার পড়া শেষ হয়নি। রঞ্জিতদা কড়া বাবা, মেয়ে পড়া শেষ করে তারপরই অভিনয়ে আসবে, তা ঠিক করেছিলেন। তার আগে নয়। মূলত অভিনেতা হিসাবে যতখানি দক্ষ, বাবা হিসাবেও নাকি ততখানি যত্নশীল রঞ্জিত মল্লিক। এর পরের বছর ২০০৩ সালে অবশ্য হরনাথের ‘নাটের গুরু’ সিনেমা দিয়েই বড় পর্দায় কোয়েলের অভিষেক ঘটে।