বাবার চেহলাম শেষে ফেরা হলো না কর্মস্থলে

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:১৫ পূর্বাহ্ণ

ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত বাবার চেহলাম শেষে ফিরছিলেন নিজ কর্মস্থলে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস। কর্মস্থলে ফেরা হলো না চট্টগ্রাম কাস্টমস কর্মচারী কুতুবদিয়ার আমিনুল কবিরের। গতকাল বিকালে ডাম্পারের সাথে সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে আমিনুলসহ নিহত হন তিনজন। সে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। নিহতদের মধ্যে তার ভগ্নিপতি একই এলাকার ছৈয়দ আলমের ছেলে আক্কাস উদ্দিন রয়েছেন। ফলে পরিবারের স্বজন হারানোর বেদনা আর কান্না থামেনি। গতকাল থেকে আবারো শুরু হল আরও দুজন স্বজন হারানোর বুকফাটা আর্তনাদ। মগনামা-পেকুয়া সড়কের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীর পাড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল কবিরের বন্ধু এডভোকেট সাইফুল্লাহ খালেদ বলেন, নিহত আমিনুল কবির ভয়েস অব কুতুবদিয়ার সম্পাদক ও সমাজ কল্যাণ পরিষদ (সকপ) ১ চেয়ারম্যান ছিলেন। তিনি চট্টগ্রাম কাস্টমসে সিপাহী পদে কর্মরত ছিলেন। বাবার চেহলাম শেষ করে ভগ্নিপতি আক্কাস উদ্দিনসহ কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

পূর্ববর্তী নিবন্ধটেক্সিকে ডাম্পারের ধাক্কা, নিহত ৩
পরবর্তী নিবন্ধমিলল মানুষের হাড়, হ্যান্ডকাপ