বাবার আসন

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আমার বাবার হাতটি ধরে আমার চলতে শেখা

বাবার হাতটি ধরেই প্রথম অ আ ক খ লেখা।

নামতা ছড়া এক দুই তিন,বাবাই প্রথম পাঠ

বাবা আমার তা থৈ থৈ খেলনা খুশির হাট।

বাবা আমার ঝাপুর ঝুপুর জলে সাঁতার কাটা

বাবার সাথেই উঁচু নিচু সাহসে পথ হাঁটা।

বাবার কাছে ভালোবাসা যতন সোহাগ মায়া

বাবা আমার বটবৃক্ষ নির্ভরতার ছায়া।

বাবার বুকে মাথা রেখে পরম সুখের ঘুম

বাবা আমার সকল খুশি আনন্দ রুমঝুম।

বাবা সঙ্গে থাকলে আমার ভয়টি করে না কো,

বাবা হাতটি ধরেই পেরোই হালদা খালের সাঁকো।

বাবা আমার উজার করা সকল আদর স্নেহ

বাবার মতো আমায় ভালো বাসে না আর কেহ।

মাথার উপর বাবা শীতল নিরাপদের ছাতা

বাবার আসন চিরদিনই আমার বুকে পাতা।

পূর্ববর্তী নিবন্ধবাবা হলো বটবৃক্ষ
পরবর্তী নিবন্ধগাজীখালি খালের শেয়াল