দুই বছরের রাসেল বলে
চলো বাবা বাড়ি
সঙ্গে যদি না যাও বাবা
তোমার সাথে আড়ি।
ছোট ছেলে রাসেল সোনার
এমন অবুঝ মন
নাড়িয়ে দিলো মুজিব হৃদয়
তুললো আলোড়ন।
সামলে নিয়ে নিজের আবেগ
বাবা বলেন তাকে
আদর দেবে তোমায় অনেক
বলছি তোমার মাকে।
কিন্তু রাসেল চায় না যেতে
ঘরে বাবা ছাড়া
জন্ম থেকে রাসেল যেন
বাবার আদর হারা।