যাকে ছাড়া পাকিস্তানের কোনো সংস্করণের একাদশ চিন্তা করা যেত না, সেই বাবর আজমের এখন জায়গা হয় না টি–টোয়েন্টি স্কোয়াডেও। তারকা এই ব্যাটসম্যানকে নিয়ে তাই দেশটির ক্রিকেটে আলোচনা থামছেই না। এবার উত্তরসূরিকে নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরাম। সঙ্গে দিয়েছেন কিছু পরামর্শও। তিন সংস্করণেই পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর। এখন কোনোটিতেই নন। লম্বা একটা সময় টি–টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন তিনি। এখন তার অবস্থান ১৮তম। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাবরের রান ৪২২৩। এই সংস্করণে তার চেয়ে বেশি রান আছে কেবল ভারতের রোহিত শার্মার। তার রান ৪২৩১। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সাড়ে তিন হাজার রানও করতে পারেননি এখনও কেউ। গত ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে পাকিস্তানের টি–টোয়েন্টি দলে আর জায়গা পাননি বাবর। অভিজ্ঞতা বিবেচনায় এশিয়া কাপের দলে তাকে রাখা নিয়ে জল্পনা–কল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
টি–টোয়েন্টি দল থেকে বাবরের বাদ পড়ার প্রধান কারণ এই সংস্করণে তার স্ট্রাইক রেট। ১২৯.২২ স্ট্রাইক রেট বর্তমান সময় বিবেচনায় টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য খুব আদর্শ নয়। তাকে এই জায়গায় উন্নতি করতে বলেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। সবশেষ পিএসএলেও তেমন ভালো করতে পারেননি ৩০ বছর বয়সী বাবর। পেশাওয়ার জালমির অধিনায়ক ১০ ইনিংসে ২২৮ রান করেন ৩ ফিফটি ও ১২৮.৫৭ স্ট্রাইক রেটে। জিও নিউজের একটি অনুষ্ঠানে টি–টোয়েন্টি দলে জায়গা হারানো বাবরকে নিয়ে কথা বলেন ওয়াসিম। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সফলতম বোলারের বিশ্বাস, ঘাটতির জায়গাগুলোতে উন্নতি করে আবার সেরা চেহারায় ফিরবেন বাবর।