বাবর-আফ্রিদি নাসিমকে বাদ দিয়ে পাকিস্তান টেস্ট দল

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শোচনীয় হারের পর দলে বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। শেষ দুই ম্যাচের দল থেকে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকে বাদ দিয়েছে তারা। সামপ্রতিক ফর্ম ও ফিটনেস বিবেচনায় এই তিন তারকাকে ছাড়াই দল সাজানোর কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচ সিরিজের শেষ দুই টেস্টের জন্য গতকাল রোববার ১৬ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান।

ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সাউদ শাকিল (সহঅধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, হাসিবুল্লাহ (উইকেট রক্ষক), কামরান ঘুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), নোমান আলি, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলি আঘা ও জাহিদ মাহমুদ।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্বে মাহেলা জয়বর্ধনে
পরবর্তী নিবন্ধতামিম ও মুশফিক এবারও খেলবেন ফরচুন বরিশালে