বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসানের সৌজন্য সাক্ষাৎ করে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের কর্মকর্তারা। এই সাক্ষাতকালে বসুন্ধরা কিংস এর সভাপতি ইমরুল হাসান বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তার হাতে মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। সাক্ষাতকালে মাদারবাড়ি শোভনীয়া ক্লাবের কর্মকর্তা মোশারফ হোসেন লিটন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইমরুল হাসান বলেন চট্টগ্রামে সুনামের সাথে যেভাবে এগিয়ে যাচ্ছে মাদারবাড়ি শোভনীয়া ক্লাব সে যাত্রা যাতে অব্যাহত থাকে সে জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভবিষ্যতে চট্টগ্রামের ফুটবলের উন্নয়নে কাজ করারও প্রতিশ্রুতি দেন বাফুফের নব নির্বাচিত সহ সভাপতি।