বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নব–নির্বাচিত সভাপতি তাবিদ আওয়ালের চট্টগ্রাম আগমন উপলক্ষে গত ২৭ ডিসেম্বর, শুক্রবার চট্টগ্রাম ক্লাবে এক সৌজন্য সাক্ষাৎ ও মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। সৌজন্য সাক্ষাতে নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ হতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সাক্ষাতকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্যবৃন্দ মো. রাশেদ, হারুনুর রশিদ, কাজী জসিম উদ্দিন, সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান ও যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।