আজ শনিবার বাফুফে নির্বাচন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ভোটের কেন্দ্র। গতকাল শুক্রবার দুপুরের পর থেকেই ভোটার–প্রার্থীদের পদচারণায় মুখরিত ছিল হোটেল লবি। কাউন্সিলর ও নির্বাহী কমিটির কর্মকর্তাদের জন্য বাফুফে হোটেলে কক্ষ বরাদ্দ করেছে। অনেকেই গতকাল বিকেলের মধ্যে সেই কক্ষে উঠেন। ইতিমধ্যে সিনিয়র সহ–সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। চার সহ–সভাপতি পদে প্রার্থী ৬ জন। বাফুফে নির্বাচনে এবার আকর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা মূলত সদস্য পদে। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী সংখ্যা ৩৭। এই পদে প্রার্থী হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক, তারকা ফুটবলার, সংগঠক, ব্যবসায়ী এবং সমর্থকও। এবার বাফুফে নির্বাচনে সর্বাধিক চারজন নারী প্রার্থী হয়েছেন। যা বিগত কোনো নির্বাচনে ছিল না। চার নারী প্রার্থীর মধ্যে একজন তাসমিয়া রেজোয়ানা। তার স্বামী আবু নাঈম সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে বাফুফের বার্ষিক সাধারণ সভা। মধ্যাহ্ন ভোজের বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব। নির্বাচন কমিশন বিকেলে ভোট কেন্দ্র পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেন, ‘ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। ৬টার পর আমরা ভোট গ্রহণ করব না। ভোট কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবেন না। আমাদের কাছে সরকার, ফিফা ও এএফসি কোনো পক্ষের কোনো নির্দেশনা নেই।’ বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন গতকাল হোটেলে এসে নির্বাচনী ব্যবস্থাপনা তদারকি করেছেন।