বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব ছেড়ে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন মহিলা ফুটবলে দেশের আলোচিত কোচ গোলাম রব্বানী ছোটন। গত ২৮ মে তিনি নারী দলের প্রধান কোচের পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার বাফুফে তার পদত্যাগপত্র গ্রহণ করে ফিরতি চিঠি দিয়েছে। গোলাম রব্বানী ছোটন বলেন, ‘বাফুফে আমার পদত্যাগপত্র গ্রহণ করে যে চিঠি দিয়েছে সেটা আমি পেয়েছি। আমি নতুন চাকরিতে যোগদান করেছি। বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল গঠন করবে। এই প্রতিষ্ঠানের সাথে আমার দুই মাসের চুক্তি হয়েছে আপাতত। দুই মাসের জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর নারী ফুটবল দলের কোচিং শুরু করেছি। ২ জুলাই থেকে আমি কাজে যোগদান করেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দাবি করছে, তারা ছোটনকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করেছে। এ বিষয়ে গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘বাফুফে আমাকে রাখার জন্য শতভাগ চেষ্টা করেছে এটা ঠিক। তবে আমি যেহেতু একবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তাই মত পাল্টাইনি। তাদেরকে সেটাই বলেছি, আমি সিদ্ধান্ত বদলাবো না।’ বাফুফেতে ফেরার জন্য তার কোন শর্ত ছিল না। এ বিষয়ে ছোটন বলেন, ‘আসলে আমার কোন শর্ত ছিল না। কারণ, সিদ্ধান্ত ছিল আমি কাজ করবো না। বাফুফেকে আমি বলেছি, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ পত্র দিয়েছি। সেখান থেকে আমি ফিরব না। এখানে শর্তের কিছু নেই।’