ইউসিবি বাফুফে অনূর্ধ্ব–১৫ ফুটবল লিগের চট্টগ্রাম জোন–২ এর ফাইনালে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক কক্সবাজার অ–১৫ জেলা দল ২–০ গোলে চট্টগ্রাম অ–১৫ জেলা দলকে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে ১টি করে গোল করে মো. মারুফুল ইসলাম এবং শহিদুল ইসলাম। ম্যাচ সেরা নির্বাচিত হয় মো. মারুফুল ইসলাম এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয় শহিদুল ইসলাম। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এবং আহবায়ক জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার মোহাম্মদ সালাহ্উদ্দিন।