বাফুফের বিশেষ কোচের তালিকায় পতেঙ্গার ফরিদ উদ্দীন

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের তৃণমূল ফুটবলের উন্নয়ন ও আগামীর তারকা খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৭ জন বিশেষ কোচ মনোনীত করেছে। ঐ তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রামের পতেঙ্গার কৃতী সন্তান মোহাম্মদ ফরিদ উদ্দীন। পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার হাজী নুরুল আলমের সন্তান ফরিদ উদ্দীন বর্তমানে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমির পরিচালক ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। কোচ মোহাম্মদ ফরিদ উদ্দীনের ফুটবলের এই দীর্ঘ পথচলা শুরু হয়েছিল ২০০৮ সালে তার প্রতিষ্ঠিত ‘পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি’র মাধ্যমে। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি নিরলসভাবে তৃণমূল ফুটবলের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি ফর্টিস এফসি, চট্টগ্রাম জেলা দল, চট্টগ্রাম মুক্তিযোদ্ধা একাডেমি এবং ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বাফুফের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কোচ ফরিদ উদ্দীন উত্তরবঙ্গের চারটি জেলায় বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। জেলাগুলো হলোনীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এই বাছাই থেকে উঠে আসা সেরা ফুটবলাররা পরবর্তীতে ঢাকার চূড়ান্ত ক্যাম্পে অংশ নেবে এবং চূড়ান্তভাবে নির্বাচিতরা মালদ্বীপে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার পারুয়াতে খেলার মাঠের দাবি স্থানীয় যুবকদের