বাফুফের ফুটবল স্পন্সর জাপানের মলতেন

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৯:৪১ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো ফুটবল স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান মলতেন গ্রুপ করপোরেশনের সাথে তিন বছরের চুক্তি সেরেছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। বাফুফে ভবনে রোববারের চুক্তির ফলে আগামী তিন বছর বিনামূল্যে এবং ছাড়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ফুটবল পাবে বাফুফে। ফুটবলগুলো জাতীয় দল, বয়সভিত্তিক দল, ঘরোয়া টুর্নামেন্টগুলোয় ব্যবহার করবে বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এই চুক্তির ফলে আনুমানিক হিসেবে মোটা অঙ্কের অর্থ সাশ্রয় হবে বলে জানান তিনি। ‘গত বছর আমাদের ৩ হাজার ১৩০টি ফুটবল কিনতে হয়েছে। এ জন্য আমাদের খরচ হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। মলতেনের সাথে চুক্তির ফলে আমাদের এই দিকটায় ৫০ লাখ টাকা সাশ্রয় হবে। চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে প্রতি বছর মলতেন আমাদের ৪ হাজার ফুটবল দিবে। এর মধ্যে দুই হাজার ফুটবল তারা ফ্রি দিবে এবং বাকি দুই হাজার ফুটবল এএফসির সদস্যরা যে ছাড়ে পায়, সেটা আমরা পাব এবং এর সঙ্গে আরও ডিসকাউন্টে দিবে। ফলে আগামী তিন বছরে আমাদের দেড় কোটি টাকা সাশ্রয় হবে।’

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার হাত থেকে পিএইচ.ডি সম্মাননা নিলেন ড. মৌলানা মকছুদুর রহমান
পরবর্তী নিবন্ধসীমান্তঘেঁষা স্টেডিয়ামে ম্যাচ না খেলার পরামর্শ