বাফুফের প্রস্তাবে কম্বোডিয়ার সাড়া

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলতে চারটি দেশকে আমন্ত্রন জানিয়েছিলে। এ দেশগুলো ছিল কম্বোডিয়া, গুয়াম, চাইনিজ তাইপে ও লাওস। আগামী ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর এই সময়কালে দুটি প্রীতি ম্যাচ খেলতে এখন পর্যন্ত বাফুফের প্রস্তাবে সাড়া দিয়েছে কম্বোডিয়া।

তবে তাদের চাহিদা মিলছে না বাফুফের সঙ্গে। জাপান অনূর্ধ্ব-২৩, বাংলাদেশ জাতীয় দল, কম্বোডিয়া জাতীয় দল এবং কম্বোডিয়া অনূর্ধ্ব-২৩ দল নিয়ে একটি সিরিজ আয়োজন করতে চায় কম্বোডিয়া। বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, কম্বোডিয়ার দেয়া ফরম্যাটে খেলতে এখন পর্যন্ত রাজি না বাফুফে। ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যেকোনো জাতীয় দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলা।

আমরা আবার কম্বোডিয়াকে জানাবো যে, তাদের জাতীয় দলের সঙ্গেই দুটি ম্যাচ খেলতে চাই। যোগাযোগ চলছে। আশা করি, সোম-মঙ্গলবারের মধ্যে জানানো যাবে যে কম্বোডিয়ার সঙ্গে আমাদের খেলা সম্ভব কি না। কম্বোডিয়ার চাওয়া হলো সেখানে গিয়ে আমাদের খেলতে হবে। দরকার হলে আমরা সেখানে গিয়েই ম্যাচ খেলবো।’

পূর্ববর্তী নিবন্ধট্র্যাক থেকে বিদায় নিলেন ফেলিক্স
পরবর্তী নিবন্ধশ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়েও স্বস্তিতে নেই পাকিস্তান