বাফুফের তদন্ত কমিটি থেকে দুই সদস্যের পদত্যাগ

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

দুর্নীতি খতিয়ে দেখতে বাফুফে গঠিত ১০ সদস্যের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। তারা হলেন বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি। দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করেছেন।

ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে বরখাস্ত এবং আজীবন নিষিদ্ধ করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য গত ১৭ এপ্রিল জরুরি সভা করে এই কমিটি গঠন করেছিল বাফুফে। কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধ২য় বিভাগ ক্রিকেট লিগ স্থগিত
পরবর্তী নিবন্ধটানা দ্বিতীয় ম্যাচে উপেক্ষিত লিটন