বাফুফের উন্নয়ন সহযোগী বিএসআরএম

স্পোর্টস ডেস্ক

১০ বছরের চুক্তি স্বাক্ষর | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট পার্টনার হয়েছে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস (বিএসআরএম)। বাফুফে ভবনে গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে ১০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তির আওতায় বাফুফের কোচেস ট্রেনিং প্রোগ্রাম, টেকনিক্যাল প্রোগ্রাম, এলিট একাডেমিসহ দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সাথে সম্পৃক্ত হবে বিএসআরএম। এই দশ বছরের চুক্তির মধ্যে থাকছে দুটি ধাপ। প্রথম পাঁচ বছরে এক ধরনের আর্থিক সুবিধা বিএসআরএম দেবে বাফুফেকে।

এই পর্বের কার্যক্রম মূল্যায়নের পর পরবর্তী পাঁচ বছরের আর্থিক অঙ্ক নির্ধারিত হবে বলে জানিয়েছেন, বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। চুক্তির পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, বিএসআরএমের সহযোগিতায় উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠুভাবে এগিয়ে নিতে চান তারা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসেইন ফুটবলের বিকেন্দ্রীকরণের গুরুত্ব তুলে ধরেন। ‘আমাদের মূল লক্ষ্য ফুটবলের সাথে যুক্ত হওয়া। বিএসআরএম নাম্বার ওয়ান ব্র্যান্ড, ফুটবল বিশ্বের নাম্বার ওয়ান খেলা। বাংলাদেশের মেয়েরা ভালো করছে, সমপ্রতি ছেলেরাও উন্নতি করছে। আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই। আমাদের খেলাগুলো ঢাকাকেন্দ্রিক।

আমরা চাই সারাদেশে ফুটবল আরও গোছালোভাবে হোক, বিকেন্দ্রীকরণ হোক, সারা দেশে ছড়িয়ে পড়ুক। তাহলে সারা দেশ থেকে অনেক ফুটবলার উঠে আসবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, সহ সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, বিএসআরএমএর ব্যবস্থাপনা পরিচালক আমের আলীহুসাইন, অর্থ পরিচালক জোহাইর তাহের আলী, পরিচালক আব্দুল কাদির জোহাইর এবং এফসিবি বিটপীএর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে হারিয়ে সমতা পাকিস্তানের
পরবর্তী নিবন্ধপ্লাস্টিক সার্জারিতে অতি নির্ভরতা,ভাবাচ্ছে উইন্সলেটকে