বাফুফেকে ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফি দিয়ে গেলেন গিলবার্তো

| শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভ্রমণ করে গেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সোনালি ট্রফি। সেই ট্রফি ট্যুরের অংশ হয়ে বাংলাদেশ সফর করেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ও ফিফা দূত গিলবার্তো সিলভা। এই বিশেষ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম সাক্ষাৎ করেন গিলবার্তো সিলভার সঙ্গে। তখন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পক্ষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাঠানো বিশেষ সম্মাননা গ্রহণ করেন ফাহাদ। সম্মাননাস্বরূপ একটি ক্ষুদ্রাকৃতির স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি গিলবার্তো সিলভার মাধ্যমে তার হাতে তুলে দেওয়া হয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তার বার্তায় বাংলাদেশে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর সফলভাবে আয়োজন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশে ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চলমান উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বাফুফের জন্য আন্তরিক শুভকামনা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের নির্বাহী কমিটির সভা
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা