বিশ্ব ফার্মাসিস্ট দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘ফার্মেসি সবসময় আপনার স্বাস্থ্যের জন্য বিশ্বস্ত। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের উদ্যোগে সারাদেশে গতকাল শনিবার দিবসটি উদযাপন করা হচ্ছে। তার অংশ হিসাবে চট্টগ্রামের ফার্মাসিস্টদের উদ্যোগে কেক কেটে দিবসটি উদযাপন করা হয় একটি রেস্টুরেন্টে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রমের প্রধান সমন্বয়ক জাহির বাবর। উপস্থিত ছিলেন শ্রীবাশ দেবনাথ, অনিক শুভ, লুৎফর রহমান, আরমান শুভ, হেদায়েত উল্লাহ ফয়সাল, আল আমিন, উমর ফারুক, নওশাদ আজিজ, মাসুদ, জিহাদ, জাহিদ, মামুন, আশরাফ, মোয়াজ্জেম, মোরশেদ, হাসান, শুকান্ত প্রমুখ।
প্রধান সমন্বয়ক জাহির বাবর বর্তমান করোনায় ফার্মাসিস্টদের বিভিন্ন অবদান তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় উন্নত দেশে রূপান্তরের জন্যে ফার্মাসিস্টদের আরো অবদান রাখার সুযোগ দেয়া প্রয়োজন। এর অংশ হিসেবে ফার্মাসিস্টদের জন্য হসপিটাল ফার্মাসিস্ট চালু করার জন্য দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












