বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়ার)-এর সভানেত্রী তাহমিনা হান্নানের দিক নির্দেশনায় বাফওয়া আঞ্চলিক শাখা জহুরুল হক চট্টগ্রামের উদ্যোগে বাফওয়ার ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী–২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার এক বর্ণাঢ্য র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রাম এলাকায় বসবাসকারী বিমান বাহিনী সদস্যদের স্ত্রীদের অংশগ্রহণে বিএএফ শাহীন কলেজ, চট্টগ্রাম থেকে র্যালি শুরু হয়ে ঘাঁটিস্থ শহীদ আলাউদ্দিন অডিটোরিয়াম প্রাঙ্গণে শেষ হয়। এরপর শহীদ আলাউদ্দিন অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমান বাহিনীতে কর্মরত বিমানসেনা, এমওডিসি (বিমান) ও অসামরিক কর্মচারীদের স্ত্রী ও ছেলে–মেয়েরা উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফওয়া আঞ্চলিক শাখা জহুরুল হক, চট্টগ্রামের সভানেত্রী সামিনা মেহেলী। এসময় তিনি বাফওয়া সৃষ্টির পটভূমি তুলে ধরে বাফওয়ার বিভিন্ন প্রকল্প ও সেবামূলক কর্মকাণ্ডের প্রতি আলোকপাত করে বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।