চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী-আকবর শাহ, কাট্টলী) আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে সব কয়টির ফলাফল পাওয়া গেছে।
এ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনে অন্য প্রার্থীরা ভোট পেয়েছে- স্বতন্ত্র ঈগল প্রতীকে শিল্পপতি লায়ন মোহাম্মদ ইমরান ৪ হাজার ৫০০, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে দিদারুল কবির ৪ হাজার ৮৯০, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোজাম্মেল হোসেন ১ হাজার ৭২৩, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. শহীদুল ইসলাম চৌধুরী ৩শত ৪২, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির খোকন চৌধুরী ৬শত ৭১ ও টেলিভিশন প্রতীকে বিএনএফের মোহাম্মদ আকতার হোসেন ২শত ৩৭।
এস এম আল মামুন সাবেক সংসদ সদস্য মাস্টার আবুল কাসেমের বড় পুত্র ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান।
স্থানীয় রাজনীতিবিদরা এস এম আল মামুনের নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলেন, মামুন তার পিতার মতই যোগ্য নেতা। বাপ কা বেটা যাকে বলে। তার হাত ধরেই সীতাকুণ্ডে উন্নয়নের জোয়ার বইবে।