বাপ্রাশিসকস বিভাগীয় কমিটির সংবর্ধনা

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি (বাপ্রাশিসকস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির কর্মচারীদের বদলী ও অবসরজনিত বিদায় এবং পদোন্নতিতে সংবর্ধনা গতকাল শনিবার চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাপ্রাশিসকস’র বিভাগীয় সভাপতি মো. আজিজুল হক ভূঁইয়ার সভাপতিত্বে, সুমন নন্দী ও রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পিটিআই’র সুপারিনটেনডেন্ট শাহীন আকতার চৌধুরী, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা অফিসার মামুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন মো. জাকির হোসেন, মো. ফজলুল হক, তুষার কান্তি চাকমা, জেলা কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামাল প্রমুখ।

বক্তারা কর্মচারীদের ন্যায্য দাবি ও পদোন্নতির বিষয়গুলো তুলে ধরেন এবং বাস্তবায়নের বিষয়ে প্রধান অতিথির সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটির ১১তম ট্রাস্টি বোর্ডের সভা
পরবর্তী নিবন্ধচবিতে শেষ হল জাতীয় আইন অলিম্পিয়াড