কিংবদন্তীতুল্য সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্মরণসভা আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে গতকাল শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। সাবেক মেয়র এম মনজুর আলমের নতুন বাড়ি এইচএম ভবন চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে মনজুর আলম বলেন, বিশ্বব্যাপী সংগীত জগতে বাপ্পী লাহিড়ী ও সন্ধ্যা মুখোপাধ্যায় যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মরণে আমাদের এই আয়োজন। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। মোস্তফা হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আকবরশাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান আলী, সবিতা বিশ্বাস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












