গায়ক, সুরকার বাপ্পি লাহিড়ীর সুরে কয়েকটি হিন্দি গান কণ্ঠে তুলেছেন রুনা লায়লা, পৃথিবীর বিভিন্ন দেশে একমঞ্চে গান পরিবেশন করেছেন তারা। বাপ্পি লাহিড়ীর প্রয়াণের দিনে তার সঙ্গে দুটি ছবি ফেইসবুকে পোস্ট করে রুনা লায়লা লিখেছেন, প্রতিভাবান সুরকার ও সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর প্রয়াণের খবর শুনে আমি ভীষণ মর্মাহত ও দুঃখিত। বাপ্পী লাহিড়ী তার একজন ভালো বন্ধু ছিলেন বলে জানান রুনা লায়লা, তিনি বলেন, তার মতো প্রতিভাবান শিল্পীকে বিদায় জানানো কঠিন, তিনি নিজেকে আরও উঁচুতে নিয়ে যেতে পারতেন। খবর বিডিনিউজের।
তিনি ছিলেন মজার একজন মানুষ। আমরা দুজন একসঙ্গে পৃথিবীর বিভিন্ন মঞ্চে গান গেয়েছি। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর আগের দিন সন্ধ্যা মুখোপাধ্যায় ও সপ্তাহ দুয়েক আগে লতা মঙ্গেশকর মারা গেছেন। রুনা বলেন, তাদের মতো শিল্পীদের হারানোর শোক প্রকাশের ভাষা বা অশ্রু কোনটাই নেই আমার। আমি পুরোপুরি বিষাদগ্রস্ত ও স্তব্ধ। বাপ্পি লাহিড়ীর সুরে ১৯৮২ সালে প্রকাশিত রুনা লায়লার হিন্দি গানের অ্যালবাম ‘সুপার রুনা’ শ্রোতামহলে সমাদৃত হয়েছে। অ্যালবামের ‘দে দে পেয়ার দে’, ‘হাইয়া হো’, ‘চালো চালে’, ‘হলিডে’সহ কয়েকটি গান ভারতে জনপ্রিয়তা পেয়েছিল। এর আগে ১৯৭৯ সালে বলিউডের ‘জান-এ-বাহার’ সিনেমায় বাপ্পি লাহিড়ীর সুর ও সংগীতে মোহাম্মদ রফির সঙ্গে ‘মার গায়ো রে রসগোল্লা ঘুমাইকে মার গায়ো রে’ গানে কণ্ঠ দিয়েছেন রুনা।