লোহাগাড়ায় বাসের ধাক্কায় মো. রাকিব (২১) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
রাকিব সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ ঢেমশা হাজারখিল এলাকার নুরুল ইসলামের পুত্র। এই ঘটনায় একই এলাকার জামাল হোসেনের পুত্র মো. আরিফ (২২) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সম্পর্কে চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শী ও হতাহতের স্বজনরা জানান, তারা ২টি মোটরসাইকেলে করে ৪ বন্ধু মিলে লোহাগাড়ার আমিরাবাদে এক বন্ধবীর বিয়েতে আসছিলেন। ঘটনাস্থলে কঙবাজারমুখি একটি বাস একইমুখি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাকিব ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত আরিফকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিন জানান, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়েছে। আর গুরুতর আহত আরিফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।