বান্ধবীকে নিয়ে খোঁচা দেয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে খুন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

বন্ধু মিলাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে সবসময় ক্ষেপাতো হাসান। একদিন, দুইদিন, তিনদিন- আর সহ্য হয়নি। গতকাল হাসানকে ছুরিকাঘাত করে খুন করে মিলাদ। এ ঘটনায় ঘাতক বন্ধুকেও আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার পুরাতন কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান (২০) মোহরার ওসমানিয়া পোলের গোড়ার বাসিন্দা হলেও থাকতো পুরাতন কালুরঘাটের শামসুল আলমের ভাড়া ঘরে। অন্যদিকে খুনি মিলাদ (২২) হাতিয়ার বাসিন্দা হলেও একই বাড়িওয়ালার ভাড়া ঘরে থাকে। দুজনই পুরাতন কালুরঘাট এলাকায় ডক ইয়ার্ডে রংয়ের কাজ করে।

চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান বলেন, তারা দুজনই বন্ধু। একসাথে রংয়ের কাজ করে। একই বাড়িওয়ালার ভাড়া বাসায় থাকে। তবে তাদের মধ্যে সম্প্রতি নারী ঘটিত একটি বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। সেটি নিয়ে হাসান সবসময় মিলাদকে ক্ষেপাতো। সেটা নিয়ে বিরক্ত ছিল মিলাদ। এর জের ধরে শনিবার বিকেলে পুরাতন কালুরঘাট এলাকায় হাসানকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় মিলাদকে আটকের পাশাপাশি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দা জুবায়ের জানান, তারা দুজন কালুরঘাট ডক ইয়ার্ডে রংয়ের কাজ করতো একসাথে। আজ বিকেলে নিহত হাসান দোকানে বসে চা খাচ্ছিলেন। অন্যদিকে মিলাদ হাতে ছুরি নিয়ে অতর্কিতভাবে দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করার চেষ্টা করে।

এক পর্যায়ে হাসান আত্মরক্ষার্থে বাসার দিকে দৌঁড় দিলেও কাছাকাছি এসে রাস্তায় পড়ে যায়। এসময় পেছন থেকে ধাওয়া করে আসা মিলাদ তার ঘাড়ে ও পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করায়। সেখানেই তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধকাঁচামালের মূল্যবৃদ্ধিতে সংকটে সংবাদপত্র শিল্প
পরবর্তী নিবন্ধদেশে একটা গণ্ডগোল পাকাতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী