বান্দরবানে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে শহরে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচী পালিত হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে স্বেচ্ছাসেবী সংগঠন ও সেনাবাহিনীর সদস্যরাও সাঙ্গু নদীর দুপাশে পরিচ্ছন্নতায় অংশ নেয় কর্মসূচীতে।
গতকাল শুক্রবার বান্দরবানের জেলা শহরে এ কর্মসূচি পালিত হয়। নতুন, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার্থীরা বান্দরবান পৌরসভা এলাকার সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন। এ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে জেলার বিভিন্ন স্কুল–কলেজ–মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেন।
শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে যুক্ত হওয়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিনের সমন্বয়ক আবু বক্কর ছিদ্দিক বলেন, দেশটাকে নতুনভাবে পরিচ্ছন্ন সুন্দর গোছানো একটি দেশে পরিনত করতে স্থানীয় শিক্ষার্থীরা বান্দরবান জেলায় ২দিন ব্যাপী কর্মসূচীতে সম্পৃক্ত হয়েছিল বিডিক্লিনের সদস্যরাও।
প্রথমদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ও বাংলাদেশে শান্তি সমপ্রীতির জন্য মোমবাতি জ্বালিয়ে প্রদ্বীপ মিছিল এবং দ্বিতীয়দিন পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
.











