বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিবিএ ও এইচটিএম বিভাগের উদ্যোগে ‘আর্ট অ্যান্ড সোল : আ লেটার টু আওয়ার ফিউচার সেল্ফ’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও ইনডোর গেমস গত ২৯ নভেম্বর স্থায়ী ক্যাম্পাসের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মুহিবউল্ল্যাহ ছিদ্দিকী। তিনি বলেন, নিজের ভবিষ্যৎকে উদ্দেশ্য করে চিঠি লেখা শুধু একটি সৃজনশীল চর্চা নয়, বরং আত্মউন্নয়ন ও লক্ষ্য নির্ধারণের একটি কার্যকর মাধ্যম।
এতে সম্মানিত অতিথি ছিলেন ট্রাস্ট সদস্য ডা. অং চালু ও এম আবদুর রহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. খোরশেদ আলী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, বিবিএ ডিপার্টমেন্টর কো–অর্ডিনেটর চিংচি প্রু সুকি, এইচটিএম ডিপার্টমেন্টর কো–অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ প্রমুখ।
আলোচনা সভার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে উৎসাহিত করা, আত্মমূল্যায়ন ও ব্যক্তিগত উন্নয়নের মানসিকতা গঠন করা এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। প্রেস বিজ্ঞপ্তি।










