বান্দরবান পৌরসভা কার্যালয়ে সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৩ পূর্বাহ্ণ

বান্দরবান পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমানকে তাঁর মাসব্যাপী দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর বান্দরবান পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক তাঁর হাতে এ বিশেষ সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌরসভার আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষা, সময় মতো হিসাব প্রস্তুত, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা এবং দায়িত্ব পালনে সততা ও পেশাদারিত্বের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক বলেন, নুরুল আমিন চৌধুরী আরমানের নিষ্ঠা ও কর্মদক্ষতা পৌরসভার আর্থিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করেছে, যা অন্য কর্মকর্তাকর্মচারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সম্মাননা গ্রহণকালে নুরুল আমিন চৌধুরী আরমান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগায়। পরে তার হাতে এ সম্মননা তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুনিয়াবি লালসা ছেড়ে আখিরাতকে গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধশফিকীয়া দরবার শরীফে মিলাদ মাহফিল