বান্দরবান পৌরসভায় শেষদিনে শো-ডাউনের উৎসব, নির্বাচন রবিবার

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:২২ অপরাহ্ণ

বান্দরবান পৌরসভা নির্বাচনে ভোট আগামী রবিবার (১৪ ফেব্রুয়ারি)। প্রচারণার শেষ দিনে আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) প্রার্থীদের প্রতীক নিয়ে নির্বাচনী শো-ডাউনে মুখরিত ছিল রাজপথ। উৎসবের আমেজ বইছে এখন সর্বত্র।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ২৫.৮৮ বর্গকিলোমিটার আয়তনের বান্দরবান পৌরসভার ভোটার সংখ্যা হচ্ছে ২৯ হাজার ৭২৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ জন এবং নারী ১৩ হাজার ১২০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৩টি, বুথকক্ষের সংখ্যা ৮১টি।
এবারের নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নৌকা প্রতীকে মো. ইসলাম বেবী, ধানের শীষ প্রতীকে মো. জাবেদ রেজা, নারিকেল গাছ প্রতীকে মো. নাছির উদ্দিন, লাঙ্গল প্রতীকে মো. শাহজাহান, মোবাইল ফোন প্রতীকে বিধান লালা।
অপরদিকে কাউন্সিলর পদে নয়টি ওয়ার্ডে ২৯ জন এবং সংরক্ষিত তিনটি পদে ৭ জন নারী প্রার্থী লড়ছেন।
স্থানীয় ভোটারদের দাবি, ত্রিমুখে লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মো. ইসলাম বেবী এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মো. জাবেদ রেজার মধ্যে লড়াইটা জমে উঠেছে।
তৃতীয় অবস্থানে রয়েছেন নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. নাছির উদ্দিন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থন এবং ব্যক্তি ইমেজের কারণে সাবেক এই ছাত্রনেতার অবস্থানও শক্ত তবে লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান এবং মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বিধান লালা ততটা সাড়া জাগাতে পারেননি নির্বাচনে।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, “কোনো সহিংসতা এবং হট্টগোল ছাড়াই বান্দরবান পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে রাত আটটায়। নির্বাচনী আচরণবিধি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। আগামী রবিবার তফসিল মোতাবেক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থাই নেয়া হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধডাকাতির প্রস্তুতিকালে ডবলমুরিংয়ে অস্ত্রসহ গ্রেফতার ৮
পরবর্তী নিবন্ধনয় মাস পর দেশে ফিরে গ্রেপ্তার, তারপর জামিন