চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল আয়োজিত ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং ক্যাম্প গত ২৩ ডিসেম্বর বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত হয়। স্ক্রিনিং ক্যাম্পে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ক্লাব শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে সেবা কার্যক্রমে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের স্থায়ী প্রকল্প লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল সমাজের সর্বস্তরে চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করে যা”েছ।
চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত বলেন, লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম অঞ্চলের প্রত্যন্ত–দুর্গম পাহাড়ি ও উপকূলীয় এলাকায় ভ্রাম্যমাণ চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করে সুবিধাবঞ্চিত রোগীদের সেবা দিয়ে আসছে এবং ঐসব দুর্গম অঞ্চল থেকে রোগীদের হাসপাতালে এনে রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রত্যন্ত–দূর্গম পাহাড়ি ও উপকূলীয় এলাকায় এই সেবা আরো বেশি আকারে করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
যুক্তরাজ্যের প্রখ্যাত মরফিল্ডস আই হসপিটালের কনসালটেন্ট ভিট্রিওরেটিনাল সার্জন এবং চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের ভিজিটিং প্রফেসর ডা. মাহি মুকিত স্ক্রিনিং ক্যাম্পে উপস্থিত ছিলেন। তিনি ডায়াবেটিক রেটিনা বিষয়ে রোগ নির্ণয়ে রেটিনোপ্যাথি স্ক্রিনিংয়ের উপর গুরুত্বারোপ এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি বিষয়ে আলোচনা করেন। সেই সাথে সাধারণ জনগোষ্ঠী ও প্রত্যন্ত অঞ্চলে রেটিনা চিকিৎসার প্রসারের উপর জোর প্রদান করতে বলেন।
স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠানে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫–বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের একাডেমিক পরিচালক অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক ইনসাফি হান্না, স্ট্র্যাটেজিক প্ল্যানার অ্যান্ড অপারেশন্স ম্যানেজার রুবি পিনেরো এবং বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের পক্ষে বান্দরবান ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, কার্য নির্বাহী কমিটির সদস্য ও মেডিকেল কনসালটেন্ট ডা. অং চালুসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












