বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ক্রীড়া সম্পন্ন

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান। এ সময় রিজিয়ন কমান্ডার পত্নী মিসেস মোশফেকা মোজাম্মেল সিঁথি, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অধ্যক্ষ লে: কর্নেল মো. কামরুল হাসান খানসহ সামরিক বেসামরিক অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় শহীদুল্লাহ, নজরুল ও বরকত তিনটি হাউজে বিভক্ত হয়ে ৬৫৪ জন প্রতিযোগী ১০৭টি ইভেন্টে অংশগ্রহণ করে। এতে শহীদুল্লাহ হাউজ চ্যাম্পিয়ন হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকাকে বিদায় করে প্লে-অফে রংপুর
পরবর্তী নিবন্ধসিটি গেট প্রিমিয়ার লিগ সিজন-২ এর উদ্বোধন