পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল সকাল ৮টায় বান্দরবান জেলার সাতটি উপজেলার চৌত্রিশটি ইউনিয়ন ও দুটি পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোগ গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম। কোথাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যায়নি। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল নয়টা দশ মিনিটের সময় বান্দরবান জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। দুপুরে লামা উপজেলায় ভোট দিয়েছেন লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।
সরেজমিনে সদর ইউনিয়ন ও সূয়ালক ইউনিয়নে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোনো কেন্দ্রেই ভোটারের তেমন কোনো উপস্থিতি ছিল না। মাঝে মধ্যে দু’একজন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন। তবে দুপুরের আগেই কেন্দ্রগুলোতে ৫০% এর অধিক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন ভোটার উমেনু, রিতা তঞ্চঙ্গ্যা বলেন, এবার প্রথম ভোট দিলাম। ভোটারদের ভিড় না থাকায় লাইনেও দাঁড়াতে হয়নি। তবে ভোট কেন্দ্র ফাঁকা থাকায় ভোটের আমেজ উপলব্ধি হয়নি। এদিকে ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে রিটার্নিং কর্মকর্তা ও বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, উৎসবমুখর পরিবেশেই সকাল ৮টায় ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে বিকাল চারটা পর্যন্ত। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে জাতীয় দ্বাদশ সংসদীয় নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল থেকে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। রাঙামাটি সদরের বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে সকাল ১০টায় জেলা শহরের পিডিবি রেস্ট হাউজে ভোট দেন ২৯৯ আসনের নৌকার প্রার্থী দীপংকর তালুকদার। এছাড়াও অন্যান্য প্রার্থীরা নিজেদের স্ব–স্ব এলাকায় ভোট প্রদান করেছেন। রাঙামাটি শহরের শিশু নিকেতন কেন্দ্রে প্রথমবারের মত ভোট দেন নারী ভোটার কাশফিয়া রহমান। তিনি বলেন, দেশের নাগরিক হিসেবে প্রথম আমার নাগরিক অধিকার প্রয়োগ করলাম, আমার খুবই ভালো লাগছে। শহরের পিডিবি রেস্ট হাউজ ভোট কেন্দ্রের ভোটার মানিক বড়ুয়া বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ভোট দিলাম। কোনো সমস্যা হয়নি। ষাটোদ্ধ নারী ভোটার রাজমনি মজুমদার বলেন, খুবই সুন্দর ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি। রাঙামাটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটিতে খুবই উৎসবমুখর পরিবেশে রাঙামাটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আমি রাঙামাটি সদর, কাউখালীসহ বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।