বান্দরবানে ৮ মাস পর গ্রামে ফেরা ১১০ পরিবারে মানবিক সহায়তা

কেএনএফ আতঙ্ক

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রস্ট (কেএনএফ) আতঙ্কে ৮ মাস পর গ্রামে ফেরায় খাদ্য সংকটে থাকা ১১০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর বান্দরবান ৬৯ সেনা রিজিয়ন এবং পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে গত রোববার এ খাদ্য সামগ্রী,ওষুধ, শীত বস্ত্র এবং ক্রীড়া সামগ্র বিতরণ করা হয়। মানবিক সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ ।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, সদর জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম, বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লাল জারলম বম, রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম প্রমুখ। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা বলেন, দীর্ঘ ৮ মাস পর গ্রামে ফিরে আসা ক্যাপলং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩০ জন এবং পরে পাইক্ষ্যং পাড়া ফুটবল মাঠে ৮০ জন পরিবারের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফের ভয়ে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার অনেকগুলো পাড়া থেকে ৪শ জনের বেশি মানুষ গ্রামের ঘরবাড়ি ছেড়ে দূরদূরান্তে পালিয়ে যায়। কেএনএফর সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির মুখোমুখি সংলাপে সমঝোতার পর গ্রামে ফিরতে শুরু করেছে গ্রাামবাসীরা।

সেনাবাহিনীর ৬৯ সেনা রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমরা চাই একটি সৌহার্দপূর্ণ বান্দরবান। যেখানে নানা ধর্মবর্ন সকল সমপ্রদায়ের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। যারা পূর্বে পাড়া থেকে চলে গিয়েছিলো তারা নির্ভয়ে আবার পাড়ায় ফিরে আসতে পারবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে বাংলা বিতর্ক প্রতিযোগিতার সমাপনী
পরবর্তী নিবন্ধচবিতে আয়কর ক্যাম্প উদ্বোধন