বান্দরবানে ৭ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৬:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবান পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র নেয়া ৭ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, নাগরিক পরিষদসহ ৫ প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৭ জন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এরা হলেন ৪ নম্বর ওয়ার্ডের দিলীপ বড়ুয়া, বিমল কান্তি দাশ, আজিজুল হক, ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম, আলমগীর হোসেন, ১ নম্বর ওয়ার্ডের মো. ফরিদুল আলম, ৭ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবীর।
নির্বাচন অফিস জানায়, মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ ৫ জন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম ও স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম জানান, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ৭ জন কাউন্সিলর প্রার্থী প্রত্যাহার করেছেন। এখন ৫ জন মেয়র প্রার্থী, ৩১ জন কাউন্সিলর প্রার্থী এবং ৭ জন নারী সংরক্ষিত আসনে লড়ছেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে এক কাউন্সিলর
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে ৫ ও কাউন্সিলরে ৬০ জন