বান্দরবানে ৬ এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিলো সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের ছয়জন এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সশস্ত্র সন্ত্রাসীদের হাতে রুমা, রোয়াংছড়িসহ বিভিন্ন এলাকায় এসব এতিম শিশুদের অভিভাবকরা নিহত হয়েছেন। এছাড়াও অসুস্থ হয়েও অনেক অভিভাবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা সেনানিবাসে শিশুদের অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষাসামগ্রী তুলে দেয়া হয়। সেনাবাহিনী জানায়, গতকাল বুধবার সকালে বান্দরবান সেনানিবাসে ছয় শিশুর অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিএসও ২) মেজর পারভেজ রহমান। ২০২৩ সালে বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন ক্রীস্টিনা বমের পিতা লাললক লিয়ান বম। আর্থিক সংকটের কারণে চার বছরের শিশুর পড়ালেখা করার কোনো উপায় ছিল না। অন্যদিকে রুমা উপজেলার রনিন পাড়ায় পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মারা যান লালরাউ সাং এর পিতা। শিশুটির মার বিয়ে হয়ে গেছে আরেক জায়গায়। শিশুটি এখন এতিম তার পড়ালেখাও বন্ধ। স্থানীয়রা জানান সমপ্রতি সেনাবাহিনী বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান এলাকা পরিদর্শনে গেলে এতিম শিশুদের দেখা পান। তিনি তাদের খোঁজখবর নেন এবং পড়াশোনার দায়িত্ব নেন।

সেনা কর্মকর্তা মেজর পারভেজ রহমান বলেন, ওই এতিম শিশুরা যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে সে জন্য প্রাথমিকভাবে এক বছরের খরচ ও তাদের শিক্ষা সামগ্রী দেয়া হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে। শুধু এতিম শিশুদেরই নয় দুর্গম এলাকায় যেসব লোকজন ক্ষতিগ্রস্ত তাদেরও নানাভাবে সহায়তা করছে সেনাবাহিনী। এদিকে অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও অর্থ সহায়তাও দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৮০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসৈয়দ শামসুল হুদা (রহ.) এর ওরশের মতবিনিময় সভা আজ